রাজধানীর মুগদায় ওয়ার্ড যুবলীগের নেতা কর্মীদের হামলায় থানা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম আহামেদ (৩০) গুরুতর আহত হয়েছেন। আহত শামীমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতারি ভাবে কোপানো হয়েছে।
জানা গেছে, সোমবার রাত সোয়া ৯ টায় মান্ডা পিয়ার আলী গলিতে সুমু মেম্বারের অফিসে দেনা-পাওনা নিয়ে শালিস চলছিলো। হঠাৎ ওয়ার্ড যুবলীগ সভাপতি বিপ্লব এর নেতৃত্বে একদল যুবক শামীমের উপর হামলা চালায়।
সেচ্ছাসেবক লীগের ওয়ার্ড নেতা শাহাদাদ বাবু জানান, এলাকায় দীর্ঘ দিন ধরেই তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরেই হামলার ঘটনা হয়। শামীম বাড়ী লক্ষীপুর সদর উপজেলার মৃত শফিউল্লাহর ছেলে। সে মুগদার ১/১ দক্ষিণ মান্ডা ওয়াপদা গলি বসবাস করতো।
বিডিপ্রতিদিন/ ই-জাহান