রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে জিয়াউল হক (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ফার্মগেট এলাকায় আজ দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তিনি পেশায় থাই অ্যালমোনিয়াম মিস্ত্রি।
ফার্মগেট পুলিশ বক্সের আনসার সদস্য অমল দাস জানান, দুপুরে ফার্মগেটের ফার্মভিউ সুপার মার্কেটের উপর থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ বক্সের সামনে পড়ে জিয়াউল গুরুতর আহত হলে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার