না ফেরা দেশে চলে গেলেন রাজধানীর হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় পা হারানো কমিউনিটি পুলিশের সদস্য আলাউদ্দিন সুমন (৪০)।
বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত সুমন নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ উপজেলার নিতাইপুর গ্রামের আবু তাহেরের ছেলে।
ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম আলাউদ্দিন সুমনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বাস্থ্যের অবনতি হলে ১৪ মে তাকে আবারও ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান।
উল্লেখ্য, গত ১২ মে সকাল ১০ টায় ওয়ারীর জয় কালীমন্দির এলাকায় হানিফ ফ্লাইওভারে ডিউটি করার সময় একটি যাত্রীবাহী বাস আলাউদ্দিন সুমনকে ধাক্কা দিলে তার বাম পা হাঁটুর নিচ থেকে থেতলে যায়। সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেলে পরে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে নেওয়া হয়।
প্রসঙ্গত, সম্প্রতি দুই বাসের চাপায় পড়ে হাত হারিয়ে তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেন মারা যান। রাজীবের মর্মান্তিক মৃত্যুর ঘটনার সেই রেশ না কাটতেই পা হারিয়ে নির্মম মৃত্যুবরণ করেন গৃহকর্মী রোজিনা আক্তার।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর