খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় গণমাধ্যকর্মী ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে সার্কিট হাউজ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে একটি বাড়ি একটি খামার প্রকল্প, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ প্রকল্পের বাস্তবায়নকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফারুক হোসেন। তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন ডেপুটি সিভিল সার্জন ডা. আতিয়ার রহমান, খুলনা প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ, পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জোনাল ম্যানেজার শহিদুজ্জামান, উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল।
সভায় বক্তারা দারিদ্র বিমোচন ও জীবনমান উন্নয়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ বাস্তবায়নের অঙ্গীকার করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন