বরিশালে দিনভর মুশলধারে বৃষ্টি হয়েছে। পবিত্র রমজানের প্রথম দিন বৃষ্টিস্নাত আবহাওয়ায় কারণে রোজাদারদের মাঝে ছিলো স্বস্তির ছাপ। অপরদিকে দিনমজুরসহ খেটে খাওয়া মানুষ পড়েন বিপাকে। দিনভর বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কসহ নিম্নাঞ্চলে পানি জমে গেছে। এতে যানবাহন এবং জনগণের চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে। ময়লা-আবর্জনা-ড্রেনেজের উপচে পড়া পানি মারিয়ে বাধ্য হয়ে চলাচল করতে হয়েছে নগরবাসীকে।
বরিশাল আবহাওয়া অফিস সূত্র জানায়, শুক্রবার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও বেলা ১২টা ৫ মিনিট থেকে ভারী বৃষ্টি শুরু হয়। মুশলধারে ২ ঘণ্টার অধিক ভারী ও বজ্র বৃষ্টি হওয়ায় বিভিন্ন রাস্তাঘাটে পানি জমে যায়। এতে যানবাহন এবং জনগণের চলাচলে সমস্যার সৃষ্টি হয়।
আবহাওয়া অফিস সূত্র জানায়, বেলা ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৩৫.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমী বৃষ্টির প্রভাব আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। বৃষ্টির প্রভাবে নদী বন্দর সমূহে ২ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৮ মে ২০১৮/হিমেল