নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যানের চাকায় পৃষ্ঠ হয়ে শুক্রবার সকালে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. শাহরিয়ার বুলবুল (৩০)। তিনি একটি কোম্পানির মার্কেটিং প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় ডেমরা-নারায়ণগঞ্জ সড়কের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসওরোড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এসময় পুলিশ ওই কাভার্ডভ্যান ও চালককে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আজিজুল হক জানান, ওই মার্কেটিং কর্মকর্তা মোটরসাইকেলে করে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন। এসময় গোদনাইল এসওরোড এলাকায় পৌঁছালে পেছন থেকে বেপরোয়া গতিতে আসা কাভার্ডভ্যানটি ধাক্কা দেয়। এতে মটরসাইকেল থেকে পড়ে যান শাহরিয়ার বুলবুল। তার মাথার উপর দিয়ে ওই কাভার্ডভ্যানের চাকা তুলে দেয় চালক। পরে স্থানীয়দের সহযোগিতায় চালক হাবিবুর রহমানকে (৪০) আটক করা হয়। পুলিশ নিহত শাহরিয়ার বুলবুলের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছে।
শাহরিয়ার বুলবুল জয়পুরহাট জেলাল কালাই থানার বেগুনগ্রাম এলাকার মো. খলিলুর রহমান চৌধুরীর ছেলে। সে নারায়ণগঞ্জের শেরেবাংলা রোড জামতলা এলাকায় থাকতেন বলে জানিয়েছে পুলিশ।
বিডি প্রতিদিন/ফারজানা