শেখ হাসিনা সরকারের ৯ বছরের উন্নয়নকে স্বাগত জানিয়ে মাদক বিরোধী র্যালি করা হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৫টায় সিদ্ধিরগঞ্জের নাসিক ১০ ওয়ার্ডের আরামবাগ এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে ২নং বাসস্ট্যাড হয়ে চৌধুরীবাড়ি বাসস্ট্যাড গিয়ে শেষ করা হয়।
মরহুম নাসিম ওসমান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে নাসিক ১০নং ওয়ার্ডের কাউন্সিল হাজী ইফতেখার আলম খোকন ও ১০নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আমিরের নেতৃত্বে এ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে নাসিক ১০নং ওয়ার্ডের প্রায় সহস্রাধিক লোক অংশ নেয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত মরহুম নাসিম উসমান স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি তরিকুল হাসান লিমন, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহামেদ ও সাধারণ সম্পাদক নূর আলী প্রমূখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন