রাজধানীর রূপনগরে বিলবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানিক নামে এক কিশোরের মৃত হয়েছে। শনিবার রাতে এঘটনা ঘটেছে। নিহত মানিকের বাবার নাম মোতালেব। রূপনগর আবাসিক এলাকায় তাদের বাসা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প পুলিশ এসআই মো. বাচ্চু মিয়া জানান, মানিককে রাত ১১টায় অজ্ঞান অবস্থায় নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার