রাজধানীর সায়েদাবাদে একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। মৃত সেই ইলেকট্রিক মিস্ত্রির নাম হানিফ মিয়া (৪০)।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। হানিফ মিয়া পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১১ টার দিকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর