একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার প্যাকেজ কর্মসূচি নিয়ে মাঠ নামছে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ। এই কর্মসূচির মধ্যে রয়েছে- থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত তৃণমূলের মানুষের কাছে সরকারের উন্নয়ণ এবং বিএনপি-জামায়াত জোটের ধ্বংসাত্মক কর্মকান্ড তুলে ধরা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী ঘরে ঘরে গিয়ে নৌকার পক্ষে ভোট চাওয়া।
এই উদ্যোগ বাস্তবায়ন করতে তৃণমূল কর্মীদের ব্যতিক্রমী উৎসাহ দিতে ‘মধ্যাহ্নভোজ’ কর্মসূচি হাতে নিয়েছেন দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।
প্রতিদিন ১ হাজার ওয়ার্ড ও ইউনিটের সদস্য, দায়িত্বপ্রাপ্ত নেতা বা সাধারণ কর্মীকে সম্রাটের কাকরাইল অফিসে আমন্ত্রণ জানানো হচ্ছে। এক লাখ কর্মীকে ‘টিফিন’ খাওয়ানো টার্গেট রয়েছে সম্রাটের।
আজ কাকরাইলে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। আগত কর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তৃতায় আগামী নির্বাচনের ব্যাপারে করণীয় সর্ম্পকে তাদের অবহিত করেন। এরপর সবাই মিলে এক সঙ্গে দুপুরের খাবার খান। খাওয়া শেষে যুবলীগের প্রকাশিত প্রচারপত্র ‘কেন আওয়ামী লীগকে আবার ভোট দেবেন’ এবং বিএনপি মিথ্যাচারের চ্যাম্পিয়ান, এক নজরে মিথ্যার ১০ খতিয়ান’ তুলে দেন তিনি।
এ বিষয়ে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট বলেন, নির্বাচনকে সামনে রেখে যুবলীগের নেতাকর্মীরা আগে থেকেই মাঠে আছে। আমরা এখন নতুন করে আরো কিছু কর্মসূচি হাতে নিয়েছি। যুবলীগের পক্ষে থেকে আমরা থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রজেক্টরের মাধ্যমে সরকারের উন্নয়ন ও বিএনপি-জামায়াতের নাশকতার চিত্র জনগণের কাছে তুলে ধরব।
তিনি বলেন, মধ্যাহ্নভোজের কর্মসূচি চালু করেছি। আমাদের অনেক ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মী রয়েছে। তাদের মূল্যায়ন করতেই এই কর্মসূচি নেয়া হয়েছে। আমার টার্গেট ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের তৃণমূল পর্যায়ের এক লাখ নেতাকর্মীকে দুপুরের ভাত খাওয়াব।
জানা গেছে, এর আগে নির্বাচনে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত করতে ঢাকা মহানগর দক্ষিণের ১৩টি এলাকার জন্য ১০০ নির্বাচন সহায়ক টিম গঠন করেছে দক্ষিণ যুবলীগ। এই টিমগুলোও জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত সরকারের উন্নয়ন প্রচার ও বিএনপি জামায়তের নাশকতা তুলে ধরে নৌকার পক্ষে জনমত গঠন করছে।
এ বিষয়ে সম্রাট বলেন, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর নির্দেশে আমরা ঢাকা মহানগর দক্ষিণ ১০০টি এলাকাভিত্তিক কমিটি গঠন করেছি। একাদশ সংসদ নির্বাচন পর্যন্ত ওই কমিটির নেতারা নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্য নিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানুষের ঘরে ঘরে গিয়ে নৌকার পক্ষ ভোট চাইছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার