রাজধানীর সূত্রাপুরে আলমানার প্রেস অ্যান্ড পাবলিকেশন্স নামের একটি প্রতিষ্ঠানের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার বিকাল ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সূত্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
প্রতিষ্ঠানটির মালিক এবিএম আব্দুল্লাহ আল মামুন জানান, বিকেল ৩টার দিকে হঠাৎ করে গুদামে আগুন লাগে। এসময় প্রতিষ্ঠানের স্টাফসহ স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে সূত্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সূত্রাপুর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। গুদামে বিভিন্ন ধরনের কাগজ মজুদ ছিল বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/০৯ জুলাই ২০১৮/আরাফাত