গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৩ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে ওই এলাকার নির্মাণাধীন ৫তলা একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, সেপটিক ট্যাংকি পরিষ্কার করতে গেলে প্রথমে একজন কর্মী ট্যাংকের মধ্যে পড়ে যায়। তখন সাথে থাকা অন্য দুই কর্মী তাকে উদ্ধার করতে গেলে তারাও ট্যাংকের মধ্যে পড়ে যায়। পরে খবর পেয়ে টঙ্গী থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে দু’জনের মৃতদেহ উদ্ধার করে এবং একজনকে জীবিত উদ্ধার করার পর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।
নিহতরা হলেন হলেন শাহিন, আতিক এবং ফারুক। এদের মধ্যে দু'জনের বাড়ি ময়মনসিংহ এবং একজন সিরাজগঞ্জে।
ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা জানান, ট্যাংকের বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/০৯ জুলাই, ২০১৮/মাহবুব