রাজধানীর খিলগাঁও গোড়ানে কীটনাশক পানে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম ফারিয়া, বয়স তিন বছর। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সে সবার ছোট। নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহের তারাকান্দার পানিহালা গ্রামে।
এ ব্যাপারে শিশুটির পরিবার সূত্রে জানা যায়, বাসায় ঈদুর-তেলাপোকা মারার কীটনাশক ছিল। বেলা ১১টার দিকে আচার মনে করে শিশুটি তার খেয়ে ফেলে। পরে তারা দুপুর পৌনে ১২টার দিকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ফারিয়া বাবা সেকান্দার আলী প্রাইভেটকার চালক।
বিডি প্রতিদিন/ ৯ জুলাই ২০১৮/ ওয়াসিফ