নিখোঁজের ২১ দিনপর নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার স্বর্ণপট্টি এলাকার স্বর্ণ ব্যবসায়ী প্রবীর ঘোষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১১টায় শহরের আমলাপাড়া কে বি সাহা রোডের নুরুল ইসলাম ওরফে খান্ডু মিয়ার বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রবীর ঘোষ কালিরবাজার স্বর্ণপট্টির ভোলানাথ জুয়েলার্সের মালিক ভোলানাথ ঘোষের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, প্রবীর নিখোঁজ হওয়ার পর তার বাবা ভোলানাথ দাস বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় জিডি করেন। ওই জিডির তদন্ত জেলা গোয়েন্দা পুলিশকে দেয়া হয়। ডিবি পুলিশ বিষয়টি তদন্ত করে পিন্টু ও বাবু নামে দুইজনকে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে খান্ডু মিয়ার ভবনের সেফটিক ট্যাংক থেকে প্রবীরের মরদেহ উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল