আগামী ১৩ জুলাই শুক্রবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আজ মঙ্গলবার বিএফইউজের নির্বাচন পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে এক মামলার প্রেক্ষিতে গত ৫ জুলাই নির্বাচন স্থগিত করার আদেশ দিয়েছিল ঢাকার প্রথম শ্রম আদালত। সে কারণে পরের দিন ৬ জুলাই সারাদেশে বিএফইউজে নির্বাচন স্থগিত হয়ে যায়। তবে সোমবার বিএফইউজে নির্বাচনের উপর স্থগিতের আদেশ আদালত প্রত্যাহার করায় নির্বাচনে আর কোনো বাধা থাকছে না।
বিডি-প্রতিদিন/ ই-জাহান