মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধসহ গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে খুলনায় বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে খুলনার ফুলতলা কারিকরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিস এই সমাবেশের আয়োজন করে।
মহিলা সমাবেশে স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশনসহ মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান ম. জাভেদ ইকবাল।
সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস। বক্তৃতা করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মেহেদী হাসান, সালেহা বেগম, প্রধান শিক্ষক পার্থ প্রতীম মোহন্ত। পরে একই স্থানে সিনেমা শো এবং সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম