খুলনার ১৫ বছর পর আলোচিত পুলিশ সোর্স নিরা হত্যা মামলার ৫ আসামি বেকসুর খালাস দিয়েছেন আদালত। তারা হলেন মো. তিতাস, পলাশ হালদার, নঈম, জুয়েল ও বিদ্যুৎ।
মঙ্গলবার দুপুরে খুলনা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এই রায় প্রদান করেন।
২০০৩ সালের ১০ নভেম্বর মহানগরীর টুটপাড়া ফরিদ মোল্লার মোড়ে নিরাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ওই বছরের ১১ মে নিহতের পিতা নওয়াব আলী বাদী হয়ে খুলনা থানায় হত্যা মামলা করেন। আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মো. ছায়েদুল হক শাহিন এই তথ্য নিশ্চিত করেছেন।
আইনজীবীরা জানায়, দীর্ঘ শুনানির পর মঙ্গলবার মামলার রায়ে ৫ আসামিকে অভিযোগ থেকে মুক্তি দেয়া হয়েছে। রায় ঘোষণাকালে এদের সকলে আদালতে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১০ জুলাই, ২০১৮/মাহবুব