বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে চট্টগ্রাম থেকে পায়ে হেঁটে ঢাকায় আসা কয়েকজন তরুণ আজ পৌনে চারটার দিকে ঢাকায় পৌছেছে।
তারা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
তরুণদের এই আবেগের সঙ্গে একাত্মতা পোষণ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অবিলম্বে চেয়ারপারসনকে মুক্তি দিতে হবে। না হলে অান্দোলনের মাধ্যমেই তাকে মুক্ত করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন