খুলনায় আলোচনা সভা, র্যালী, শ্রেষ্ঠ সেবাকর্মীদের ক্রেস্ট বিতরণসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস-২০১৮ পালিত হয়েছে। খুলনা বিভাগীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তর এসব অনুষ্ঠানের আয়োজন করে।
আজ দুপুরে মহানগরীর শামসুর রহমান রোডে স্কুল হেলথ ক্লিনিকে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেন। খুলনা পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. মো. আব্দুল কাদির, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান এবং খুলনা সিভিল সার্জন ডা. এএসএম আব্দুর রাজ্জাক। স্বাগত বক্তৃতা করেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক গুরু প্রসাদ ঘোষ।
আলোচনা সভা শেষে বিভাগীয় ও জেলা পর্যায়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নির্বাচিত শ্রেষ্ঠ কর্মী, সেবাকেন্দ্র, বেসরকারি সংস্থা, ইউনিয়ন ও উপজেলা পরিষদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। এর আগে সকালে বিশ্ব জনসংখ্যা দিবসের র্যালি মহানগরীর নিউ মার্কেট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভাগীয় জাদুঘরে এসে শেষ হয়।
বিডি-প্রতিদিন/১১ জুলাই, ২০১৮/মাহবুব