রাজধানীর মিরপুরে ইঁদুর মারার ওষুধকে আচার মনে করে খেয়ে আব্দুল্লাহ আল আমিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আব্দুল্লাহর বাবা শাহজাহান মিয়া সাভারের হেমায়েতপুরের একটি পোশাক তৈরি কারখানায় কাজ করেন। আর মা জান্নাতুল ফেরদৌসী গৃহবধূ।
বুধবার বিকালে মিরপুরের শাহ আলীবাগের ১ নম্বর রোডের ১০৪ নম্বর হোল্ডিংয়ের আলি ডালিমের টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে। অসুস্থাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ইশা মণি (২) নামে আরেক শিশু।ইশা মণি সম্পর্কে আল আমিনের ফুপাতো বোন।
জানা গেছে, ইশা মনির বাবা মো. রানা বাসচালক। মা নাসিমা আক্তার গার্মেন্টসকর্মী। থাকেন আব্দুল্লাহদের বাসার পাশেই। কাজে যাওয়ার আগে নিয়মিতই ইশাকে তার ভাই শাহজাহানের বাসায় রেখে যান নাসিমা।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, আব্দুল্লাহর মরদেহ মর্গে রাখা হয়েছে। আর ইশা হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসাধীন আছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর