রাজধানীর হাজারীবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ দুপুর আড়াইটার দিকে রুবি সিদ্দিকী (৩০) নামে ওই গৃহবধূর মৃত্যু হয়। স্বামী আমিনুল হক সিদ্দিকীসহ দুই সন্তান নিয়ে নিহত রুবি হাজারীবাগ বড় মসজিদের পাশে একটি টিনসেড বাড়িতে থাকতেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুরে টিনের চালে উঠে ভেজা কাপড় রোদে দিচ্ছিলেন রুবি। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার