সাভারে অভিযান চালিয়ে ডাকাত দলের আট সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত মোহাম্মদপুর ও সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় ডাকাতি হওয়া ট্রাকসহ প্রায় ৩০ লাখ টাকা মূল্যের তিনটি গরু উদ্ধার করা হয়েছে।
আটককৃত ডাকাত দলের সদস্যরা হচ্ছেন জুয়েল (৩৫) আলামিন (২৫), সায়েদ (২৮), জসিম (২৭), সোহেল সরদার (২৭), রাসেল (২৬), সুমন (২৯) ও কাউছার (২৭)।
পুলিশ জানায়, গত ৩ আগস্ট রাতে টাঙ্গাইল থেকে একটি ট্রাকে তিনটি গুরু নিয়ে জাকির হোসেন নামের এক ব্যক্তি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর ব্রিজের কাছে ওই ডাকাতির ঘটনা ঘটে। অস্ত্রের মুখে জিম্মি করে চালক ও মালিককে রেখে ট্রাক নিয়ে পালিয়ে যায় ডাকাতদলের সদস্যরা। পরের দিন গরু ব্যবসায়ী জাকির হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা করেন।
এদিকে মামলার পর সাভার মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে আমিনবাজারের বসিলা এলাকা থেকে জুয়েল নামের ডাকাতদলের এক সদস্যকে আটক করে। পরে তার তথ্যের ভিত্তিকে শুক্রবার বেলা ১১টা পর্যন্ত সাভারের বিভিন্ন এলাকায় ও মোহাম্মদপুর থেকে ডাকাত দলের আরও সাত সদস্যকে আটক করে পুলিশ। এছাড়াও বসিলা এলাকা থেকে ট্রাকসহ গরু তিনটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আটককৃত ডাকাতদলের সদস্যদের আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা