মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, প্রজনন স্বাস্থ্য সেবার সচেতনতা পরিবার থেকেই শুরু হওয়া উচিত। পাশাপাশি স্কুল পর্যায়ে প্রজনন স্বাস্থ্য সেবার ওপর গুরুত্ব বাড়াতে হবে।
আজ শনিবার রাজধানীর বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে পাওয়ার অব শি আয়োজিত হ্যাপী পিরিওড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাওয়ার অব শির প্রজেক্ট চিফ সাবিনা স্যাবির পরিচালনায় আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা, অ্যাকশন এইডের বাংলাদেশ প্রধান ফারাহ কবীর, পারসোনার নির্বাহী প্রধান কানিজ আলমাস খান, সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরী, বিবিয়ানার ব্যবস্থাপনা পরিচালক লিপি খন্দকার।
বিডি-প্রতিদিন/ই-জাহান