আজ প্রথমবারের মত আনুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছে নবগঠিত রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট।
দুপুর ১২টায় উত্তরায় জেএসডির সভাপতি আ.স.ম আব্দুর রবের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও ডাকসুর সাবেক ভিসি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ।
উল্লেখ্য, ১৩ অক্টোবর শনিবার গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি, জাতীয় ঐক্য প্রক্রিয়া, জেএসডি ও নাগরিক ঐক্যের সমন্বয়ে জাতীয় ঐক্যফ্রন্ট আত্মপ্রকাশ করে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন