একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির মনোনয়নপত্র বিতরণ করা হবে আগামী মঙ্গল ও বুধবার।
পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। বুধবার সন্ধ্যার মধ্যে জমা দিতে হবে।
দলের পক্ষ থেকে কাদের মনোনয়ন দেওয়া হবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে বৃহস্পতিবার পার্টির পার্লামেন্টারিয়ান বোর্ডের সভায়।
সোমবার এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।
এলডিপির মনোনয়ন ফরমের মূল্য ১,০০০০/- (দশ হাজার) টাকা নির্ধারণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন