আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে বৈঠক করেছেন বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) মান্নান ও প্রেসিডিয়াম সদস্য মাহি বি চৌধুরী নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার বেলা ১টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি সভাপতির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে তা আগামীকাল জানানো হবে বলে জানিয়েছেন বিকল্প ধারার নেতারা।
এর আগে গত রবিবার আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেছিলেন, ‘যুক্তফ্রন্ট ও আমাদের সঙ্গে নির্বাচন করতে পারে। যুক্তফ্রন্টের সঙ্গে আমাদের অ্যালায়েন্স হতেও পারে। আলোচনা চলছে।’
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন