ব্যাপক উৎসব-উদ্দীপনায় চলছে দ্বিতীয় দিনের মতো বিএনপির মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম।
সোমবার সকালে দলীয় চেয়ারপার্সনের মনোনয়ন ফরম সংগ্রহের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়। প্রথম দিনেই বিক্রি হয় ১৩২৬টি মনোনয়নপত্র।
সোমবারের ধারাবাহিকতায় আজ মঙ্গলবারও চলছে বিএনপির মনোনয়নপত্র বিতরণ।
বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকদের শোডাউন ও মিছিলের কারণে বন্ধ হয়ে রাজধানীর নয়াপল্টনের ব্যস্ত এ সড়কের যান চলাচল।
সকাল ১০টায় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন বিভাগ থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসতে থাকেন দলটির নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে দলটির নেতাকর্মীও। একপর্যায়ে কার্যালয়ে সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বিএনপির পক্ষ থেকে রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে মাইকিং করতেও দেখা গেছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন