গাজীপুরে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
গাজীপুর কর অঞ্চলের কর কমিশনার মো. আলী আসগরের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. গিয়াসউদ্দীন মিয়া, ঢাকা (উত্তর) কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার জাকিয়া সুলতানা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান, গাজীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, গাজীপুর ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি মো. আহসান উল্লাহ অন্তু প্রমুখ।
পরে প্রধান অতিথি ফিতা কেটে, পায়রা উড়িয়ে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আগামী ১৬ নভেন্বর পর্যন্ত এ আয়কর মেলা চলবে।
বিডি প্রতিদিন/ফারজানা