জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেয়া ৭ বছরের কারাদণ্ডের অনুলিপি পেয়েছেন তার আইনজীবীরা।
ছয় শতাধিক পৃষ্ঠার এ রায় পাওয়ার কথা সাংবাদিকদের জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া।
গত ২৯ অক্টোবর এ মামলায় খালেদা জিয়ার নাক বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা অর্থদণ্ডের রায় দেন ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড মো. আখতারুজ্জামান।
একই রায়ে খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্বের সময়ের রাজনৈতিক সচিব আবুল হারিছ চৌধুরী, তার একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানেরও সমান সাজা দেন আদালত।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন