Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৫ নভেম্বর, ২০১৮ ১০:৩০

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ট্রাকচালক ও হেলপার নিহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ট্রাকচালক ও হেলপার নিহত

গাজীপুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রাকচালক ও হেলপার নিহত হয়েছেন। নিহতেরা হলেন-ট্রাকচালক রুবেল মিয়া (৩০) ও হেলপার জাহাঙ্গীর আলম (৫০)। তাদের বাড়ি ভোলা জেলায়। 

বুধবার রাত দেড়টার দিকে সিটি করপোরেশনের ঝাজড় এলাকায় এ ঘটনা ঘটে। 

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, রাতে গাজীপুর সিটি করপোরেশনের ঝাজড় এলাকায় ট্রাকটি সড়কে মাটি আনলোড করছিল। এসময় ওই ট্রাকের সঙ্গে উপরে থাকা বিদ্যুতের তার জড়িয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ট্রাকের চালক রুবেল ও হেলপার জাহাঙ্গীর মারা যান। 

 গাজীপুর প্রতিনিধি


আপনার মন্তব্য