তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, হাইটেক ইন্ডাস্ট্রিজ থেকে উৎপাদিত পণ্য দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে।
তিনি আজ বুধবার গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্ক পরিদর্শনে এসে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী দিনে হাইটেক ইন্ডাস্ট্রিজ থেকে বিশ্বমানের পণ্য প্রস্তুত করে বিদেশে রপ্তানি করা হবে।
এ সময় হাইটেক পার্কে বিনিয়োগকারী দেশি-বিদেশি বেশ কিছু প্রতিষ্ঠানের প্রতিনিধি, হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক, হাইটেক পার্কের বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, দেশের আইসিটি খাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন