সিটি মেয়র সাদিক আবদুল্লাহকে সাথে নিয়ে বরিশালের কাঙ্খিত উন্নয়ন করতে চান বরিশাল সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। এদিকে বরিশালের পরিকল্পিত উন্নয়নে সদর আসনের এমপি কর্নেল জাহিদ ফারুক শামীম গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন বলে আশা করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।
বৃহস্পতিবার বিকেলে বরিশাল সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এই প্রত্যাশার কথা বলেন বরিশালের দুই জনপ্রতিনিধি জাহিদ ফারুক ও সাদিক আবদুল্লাহ।
সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ ও পানি সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বরিশাল এসে বিকেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।
সভায় বরিশালের উন্নয়নে জয়েন্ট স্টক, লেবার কোর্ট, মেরিন কোর্ট ও পরিবেশ আদালত স্থাপন, নদী ভাঙন প্রতিরোধ ও নদীর নাব্যতা রক্ষা, পর্যটন শিল্পের বিকাশ, নৌ-পথে সরকারি যাত্রীবাহী প্যাডেল স্টিমার ও আকাশ পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফাইট বাড়ানো, গ্রামীণ অবকাঠামো পুননির্মান সহ উন্নয়নের নানা প্রতিবন্ধকতা ও সমস্যার কথা তুল ধরেন সিনিয়র সাংবাদিকরা। মন্ত্রী পর্যায়ক্রমে বরিশালের উন্নয়নে সকল সমস্যা সমধানের আশ্বাস দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার