রাজধানীর মিরপুরে অনুষ্ঠানে বেলুন ফোলাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন।
নিহতের নাম সিদ্দিকুর (৬০)।
শুক্রবার সকাল ৮টার দিকে মিরপুর-১ নম্বরে শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্কুলের ৬/৭ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাজ-সজ্জার কাজে বেলুন ফোলাতে যান সিদ্দিক। এসময় বেলুন ফোলাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম