যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার (জেএসসি) খাতা পুনঃনিরীক্ষণে ১৫৯ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ‘অনুত্তীর্ণ’ ছয়জন পরীক্ষার্থী পেয়েছে জিপিএ-৫। ‘এ প্লাস’ পেয়েছে ৮৩ জন এবং ‘এ’ গ্রেড পেয়েছে ২৫ জন, অন্যান্য গ্রেডে উত্তীর্ণ হয়েছে আরও ৬১ জন।
বৃহস্পতিবার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র এ তথ্য নিশ্চিত করে জানান, সদ্য প্রকাশিত জেএসসি পরীক্ষার ফলাফল চ্যালেঞ্জ করে যশোর বোর্ডের অধীনস্ত দশটি জেলার ১০ হাজার ৭৮৬ জন পরীক্ষার্থী তাদের খাতা পুনঃ নিরক্ষণের জন্য আবেদন করেছিল।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন