আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, আগামী উপজেলা নির্বাচন খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু বিএনপি বলছে, তারা নাকি নির্বাচনে অংশগ্রহণ করবে না। নির্বাচনের অংশ না নেয়ার কোনো বিকল্প নেই। নির্বাচনে অংশ না নিলে এটা হবে চরম আত্মঘাতী সিদ্ধান্ত। এতে করে আপনারা রাজনীতি থেকে ছিটকে পড়বেন।
তিনি বলেন, জিয়া পরিবার বাংলাদেশের জন্য একটি অভিশপ্ত পরিবার। যুদ্ধাপরাধী-রাজাকারদের প্রতিষ্ঠা করেছিলেন। জিয়া ছিলেন পাকিস্তানি এজেন্ট। জিয়া ছিলেন এ দেশের স্বাধীনতাবিরোধী। তারা এ দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। এই পরিবারের নেতৃত্ব এ দেশের মানুষ আর চায় না।
শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ শহরের ডিআইটিতে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ করে হানিফ বলেন, ‘একটি সময় মনে করতাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সৃজনশীল রাজনীতি করতে চান বা তার ইচ্ছা আছে। কিন্তু সম্প্রতি তার লাগাতার মিথ্যাচারের মধ্য দিয়ে তার প্রতি আমরা হতাশ হয়েছি।
মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন