৩২৪ বোতল ফেনসিডিলসহ রাজধানীর মিরপুর এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী শারমিন আক্তার সুমিকে (৩৫) আটক করেছে র্যাব।
শুক্রবার সন্ধ্যায় রূপনগর থানাধীন বেড়িবাঁধ-আশুলিয়া সড়কে অভিযান চালিয়ে র্যাব-৪ তাকে আটক করে। র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-১) মেজর কাজী সাইফুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মেজর সাইফুদ্দিন বলেন, উত্তরবঙ্গ থেকে একটি ফেনসিডিলের চালান আসছে, এমন তথ্যের ভিত্তিতে বেড়িবাঁধ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় চেকপোস্টের খানিকটা দূরেই গাড়ি থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সুমিকে আটক করা হয়
তিনি আরও বলেন, প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে সুমির সহযোগী গাড়িচালক আনোয়ার পালিয়ে যেতে সক্ষম হয়। সুমির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর