খুলনা মহানগরীতে গত এক মাসে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩৯ জন মাদক কারবারি ও মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক দ্রব্য।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ভারপ্রাপ্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৩০ দিনে মহানগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক কারবারি ও মাদকসেবী ২৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে দুই হাজার ৭১৮ পিস ইয়াবা, দুই হাজার ৯৫ গ্রাম গাঁজা, ১২০ বোতল ফেনসিডিল, ২১৩.৫ লিটার চোলাই মদ, ২.৫ লিটার অ্যালকোহল, দুই বোতল বিদেশি মদ, ২৪ ক্যান বিয়ার, তিন বোতল কেরু, তিন বোতল হুইস্কি এবং পাঁচ লিটার ডিনেচার্ড স্পিরিট।
বিডি-প্রতিদিন/২৬ জানুয়ারি, ২০১৯/মাহবুব