রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ডিঙি নৌকা ডুবে যাওয়া ঘটনায় নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে এ ঘটনায় এখনও দুইজন নিখোঁজ রয়েছেন। সদরঘাট নৌ-থানা সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, শুক্রবার রাত ১১টার দিকে সদরঘাট টার্মিনাল এলাকা থেকে একটি ডিঙি নৌকায় চার যাত্রী কেরানীগঞ্জের তৈলঘাট যাচ্ছিলেন। এ সময় সদরঘাট লঞ্চ টার্মিনালের একটি পল্টুনে থাকা একটি লঞ্চ ডিঙি নৌকাটিকে ধাক্কা দেয়। এতে ডিঙি নৌকাটি ডুবে যায়। মাঝি সাঁতরিয়ে পাড়ে উঠলেও নৌকার চার যাত্রী নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরির দল রাত সাড়ে ১২টার দিকে দুইজনের লাশ উদ্ধার করে। নৌকার অপর দুই যাত্রী এখনও নিখোঁজ রয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ