শুক্রবার রাতে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবির ঘটনায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে নিখোঁজ রয়েছে ঐ পরিবারের আরেকটি শিশু।
নৌকায় থাকা একই পরিবারের রোজিনা বেগম (৪২) ও মমতাজ বেগম (৫০) নামে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয় শুক্রবার রাতেই। আর শনিবার (২৬ জানুয়ারি) সকালে রোজিনা বেগমের স্বামী মতিউর রহমান মতির (৫৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে এ ঘটনায় রোজিনার ছেলে আবিদ (৫) নিখোঁজ রয়েছেন।
সদরঘাট নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন