ভারতীয় সহকারী হাইকমিশন রাজশাহীতে ৭০তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়েছে। শনিবার (২৬ জানুয়ারি) সকাল ৯ টায় ভারতের পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত বাজিয়ে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানটি শুরু হয়।
পতাকা উত্তোলন করেন ভারতীয় সহকারী হাইকমিশন রাজশাহীর সেকেন্ড সেক্রেটারি ও হেড অব দ্য চ্যান্সরি অজয় কুমার মিশ্র। তিনি উপস্থিত সবার উদ্দেশে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী পাঠ করেন।
এই অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তা, রাজশাহীতে অবস্থিত বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী, রাজশাহীতে বসবাসরত ভারতীয় নাগরিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কালাম