রাজধানী ঢাকায় যথাযথ মর্যাদায় ভারতের ৭০তম প্রজাতন্ত্র দিবস বা সাধারণ দিবস উদযাপন করছে ভারতীয় হাইকমিশন। আজ সকাল সাড়ে ৯টায় বাড়িধারার চ্যান্সেরি কমপ্লেক্সে দেশটির জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে প্রজতন্ত্র দিবস উদযাপনের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা। এসময় বাংলাদেশে ভারতীয় কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রজাতন্ত্র দিবস সব ভারতীয় লোকদের একত্রিত হওয়ার সুযোগ তৈরি করে। ফলে মিলনমেলায় পরিণত হয় ভারতীয় হাইকমিশন। ছোট্ট শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ মর্যাদার সঙ্গে দিবসটি পালন করে।
পাতাকা উড়ানোর পর সাংস্কৃতিক অনুষ্ঠানে ভারতীয় প্রজাতন্ত্র দিবসের মূলমন্ত্র মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হয়। দেশটির ঐতিহ্য তুলে ধরা হয় নৃত্য ও কোরিওগ্রাফির মাধ্যমে। এছাড়া দিনভর নানা আয়োজন থাকছে দিবসটি উপলক্ষে। ভারতের বিভিন্ন প্রদেশের সাংস্কৃতিক ঐতিহ্যও তুলে ধরা হয় এখানে।
বিডি প্রতিদিন/হিমেল