মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শনিবার দুপুরে নগরীর কাদিরগঞ্জস্থ শহীদ কামারুজ্জামানের কবরে পুষ্পস্তর্বক অর্পণ করেন তিনি।
এসময় তার সঙ্গে ছিলেন শহীদ কামারুজ্জামানের সন্তান, নগর আওয়ামী লীগ সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেরাজ সরকার প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল