রাজধানী বিমানবন্দরে চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিয়ামুল (১৯) নামের এক রড মিস্ত্রি আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত নিয়ামুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিয়ামুলের সহকর্মী রুবেল হোসেন জানান, নিয়ামুলসহ তিনি ও আরেক সহকর্মী ইমরান সকালে খিলগাঁও থেকে গাজিপুর চৌরাস্তায় রডমিস্ত্রির কাজ করতে যায়। বিকেলে সেখান থেকে ট্রেনের ছাদে করে ঢাকায় ফিরছিলেন।
বিমানবন্দর এলাকায় ট্রেনটি পৌঁছালে ৪ ছিনতাইকারী এসে ইমরান ও রুবেলেকে ছুরি ঠেকিয়ে নগদ ১৩ হাজার টাকা ও ৪টি মোবাইলসেট ছিনিয়ে নেয়। এরপরে তারা পিছনে বসে থাকা নিয়ামুলের কাছ থেকে সব ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সে বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। পরে তার সঙ্গে থাকা ২টি মোবাইলফোন ও ৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার