পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশ লাইনস থেকে র্যালিটি বের হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এবং জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলামের নেতৃত্বাধীন র্যালিটি সার্কিট হাউজ চত্ত্বর ঘুরে ফের পুলিশ লাইনসে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এবং জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান অতিথির বক্তৃতা করেন। এ ছাড়া জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও আলোচনা সভায় বক্তব্য রাখেন।
এদিকে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষ্যে মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে বিকেল ৩টায় কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল