বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ বাড়ছে
- বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- লালমাটিয়া এলাকায় তীব্র পানির সংকট
- নতুন মামলায় গ্রেফতার নাসা গ্রুপের নজরুল ও দেশ টিভির আরিফ
- দলগুলোকে আলোচনা করে মতৈক্যে পৌঁছাতে বলল অন্তর্বর্তী সরকার
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শ্রমিকদের, তীব্র যানজট
- আগামী বছরেই পাকিস্তানের নৌবাহিনীতে দেখা যাবে চীনের সাবমেরিন
- সংকটময় মুহূর্তে দেশ, কোনদিকে যাবে তা নির্ভর করছে নির্বাচনের ওপর : সিইসি
- মগবাজার রেল ক্রসিং এড়িয়ে চলার পরামর্শ
- জামায়াতের নির্বাচনী ক্যাম্পেইন ও ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে যা বললেন রুমিন ফারহানা
- রং সাইড দিয়ে আসা ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন বাস, নিহত বেড়ে ১৯
- মেট্রোরেলের নকশায় ভুল থাকতে পারে : ডিএমটিসিএল পরিচালক
- মলিকিউল ট্রেন্ড: তরুণদের মাঝে ছড়িয়ে পড়েছে ওজন কমানোর বিপজ্জনক এক বড়ি
- ভেনেজুয়েলায় মার্কিন সামরিক পদক্ষেপের পক্ষে নোবেলজয়ী মাচাদো
- সাবেক মুখ্যসচিব ড. কামাল সিদ্দিকীর ইন্তেকাল
- টানা ২২ দিন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের অবস্থান কর্মসূচি
- আবারও ঢাকায় গান গাইতে আসছে ব্যান্ড ‘জাল’
- বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
- টেবিল টেনিসে ইরানি কোচ আনছে বাংলাদেশ
- পুরান ঢাকার মানুষদের শিকড়ের গল্প ‘মহল্লা'
এবার নামছে রাসিকের ভ্রাম্যমাণ আদালত
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন
সবুজ, পরিচ্ছন্ন পরিবেশবান্ধব বাসযোগ্য নগরী গড়ে তুলতে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে মাঠে নামছে রাজশাহী সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এ তথ্য জানিয়েছেন। তিনি বিজ্ঞপ্তিটি নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন।
নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই মহানগরীকে পরিবেশ বান্ধবভাবে গড়ে তোলার জন্য কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারী সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ভ্রাম্যমাণ আদালত এবং উল্লেখিত তদারকি কমিটি নিয়মিতভাবে নগর পরিদর্শনে বের হবেন। একই সঙ্গে সিটি করপোরেশন আইনের ধারা ৯২ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। দায়িত্ব গ্রহণের পর আমার নির্বাচনী প্রতিশ্রুতি সবুজ, পরিচ্ছন্ন পরিবেশবান্ধব বাসযোগ্য নগরী গড়ে তোলার জন্য সবার সহযোগিতা কামনা করে লিফলেট বিতরণ, পত্রিকায় বিজ্ঞাপন, কেবল লাইনে বক্তব্য প্রচার করা হয়েছে। এই মহানগরীকে সবুজ, পরিচ্ছন্ন এবং পরিবেশবান্ধব রাখার জন্য পুনরায় সবার সহযোগিতা কামনা করছি।
বিজ্ঞপ্তিতে মেয়র খায়রুজ্জামান লিটন নগরবাসীর জন্য আটটি নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন। এগুলো হলো, বাসা বাড়ির আবর্জনা দিনের বেলায় বাইরে না ফেলে সিটি করপোরেশনের আবর্জনা সংগ্রহকারী ভ্যানে প্রদান, ব্যবসা প্রতিষ্ঠানে, দোকান সকালে পরিষ্কার করার পর আবর্জনা রাস্তা বা ফুটপাতে না ফেলে সিটি করপোরেশনের আবর্জনা সংগ্রহকারী ভ্যানে প্রদান, বাসাবাড়ি, প্রতিষ্ঠানের ডোবানালা, ঝোপ-জঙ্গল ইত্যাদি থাকলে নিজ দায়িত্বে অপসারণ করা এবং মশার বংশ বিস্তার রোধে সহায়তা করা, ড্রেনের মধ্যে আবর্জনা না ফেলা। ফুটপাত বা রাস্তার পাশে বালু, নির্মাণ সামগ্রী, মাটি, রাবিশ ইত্যাদি খোলা অবস্থায় না রাখা, জরুরি প্রয়োজনে এসব রাখতে হলে নির্দিষ্ট ফি প্রদান করে সিটি করপোরেশনের পূর্ব অনুমতি নেওয়া, ড্রেনের সঙ্গে ল্যাট্রিনের সংযোগ না দেওয়া, রাস্তার ধার, ফুটপাত ও বাঁধের উপর অবৈধ প্রতিষ্ঠান গড়ে না তোলা, মৌসুমী ফল ব্যবসায়ী ও অন্যান্য খাদ্যদ্রব্য বিক্রেতা ব্যবসায়ীরা ব্যবসা চলাকালীন উৎপাদিত আবর্জনা নির্দিষ্ট পাত্রে সংরক্ষণ করা, ব্যানার ও পোস্টার অনুমতি ছাড়া না লাগানো।
এছাড়া সিটি করপোরেশনের সহযোগিতা গ্রহণের জন্য যোগাযোগ দুইটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে। এগুলো হলো-০১৭১৬-৪০৮০৭১ ও ০১৭১৩-০৯৮৯৫৬। এছাড়াও সংশ্লিষ্ট ওয়ার্ডের নম্বরে যোগাযোগ করার আহ্বান জানান মেয়র।
এই বিভাগের আরও খবর