গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী এক যুবকের। এতে গুরুতর আহত হয়েছেন আরও এক যুবক।
সোমবার সকাল ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের টেকনগপাড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মেহরাব (৩২)। মেহরাব পাবনা সদর থানার শালগড়িয়া এলাকার এনামুল হকের ছেলে। তিনি পরিবারসহ গাজীপুরের হোতাপাড়া এলাকায় থাকতেন।
এ ঘটনায় গুরুতর আহত ওই ব্যক্তির নাম মহসিন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যায়।
গাজীপুর মহানগরের বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ূন কবির জানান, হোতাপাড়া এলাকায় পরিবারসহ বাসা ভাড়া করে থেকে একটি কোম্পানিতে চাকরি করতেন মেহরাব। সকালে চান্দনা থেকে মোটরসাইকেলে করে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন মেহরাব ও মহসিন। পথে টেকনগপাড়ায় এলে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মেহরাব নিহত হন। গুরুতর আহত হন মহসিন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/কালাম