লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি দেশে আসেন। সেই বছরই বই মেলায় ২৬ ফেব্রুয়ারি তাকে প্রকাশ্যে হত্যা করা হয়। ঘটনার চার বছর পর জমা পড়েছে অভিজিৎ হত্যাকাণ্ডের চার্জশিট।
পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট গতকাল রবিবার আদালতের সংশ্লিষ্ট বিভাগে এ চার্জশিট জমা দিয়েছে। সোমবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলশন্স বিভাগ।
ব্লগার অভিজিৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অজয় রায়ের ছেলে। ২০১৫ সালের একুশে বইমেলায় তার দুটি বই প্রকাশিত হয়। ২৬ ফেব্রুয়ারি মেলা থেকে ফেরার সময় রাত সাড়ে ৮টায় টিএসসি চত্বরের সামনে স্ত্রী বন্যা আহমেদসহ হামলার শিকার হন অভিজিৎ। পরে হাসপাতালে নিলে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর