বিএনপির কেন্দ্রীয় বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপনের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আসাদুজ্জামান রিপন সদ্য গঠিত বিএনপির বিদেশ বিষয়ক বিশেষ কমিটির সদস্য। তার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে মামলা রয়েছে।
সোমবার দুপুরে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইমরুল কায়েস।
আদালতের সরকারি কৌসুলি তাপস কুমার পাল বলেন, রমনা থানার তিন মামলার আসামি বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত দুই পক্ষের বক্তব্য শুনে আসাদুজ্জামানের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিডি প্রতিদিন/ফারজানা