স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের বরিশাল জেলা কমিটির সভাপতি গোপাল কৃষ্ণ বসাকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক ড. বিনয় ভূষণ রায়, জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন এবং জেলার সহ-সভাপতি মাসুম বিল্লাহ সহ অন্যান্যরা।
মানববন্ধনে স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান। অবিলম্বে এই দাবি আদায় না হলে কেন্দ্রীয় কমিটির মাধ্যমে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন