বরিশালে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংগীত পরিবেশন অনুষ্ঠানে বরিশালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেন।
সংগীত পরিবেশনের আগে বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোশারফ হোসেন।
শুদ্ধস্বরে জাতীয় সংগীত পরিবেশন এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্যই এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।
বিডি প্রতিদিন/এনায়েত করিম